Read more
মানুষ দূর হতে সুন্দর...., কিছু মানুষের প্রতি আমাদের ভীষণ কৌতুহল তৈরি হয় তাকে জানার ইচ্ছে করে, কিন্তু তাকে জানার পর আমাদের সেই তীব্র আকর্ষণটা আর থাকে না। কিছু মানুষকে নিজের পরিধিতে আনতে নেই। আর আনলেও তার প্রতি আমাদের ধারণার ভারসাম্য রাখতে হবে। দূর হতে আমরা মানুষের যা দেখি তা হচ্ছে তার গুণ, মুগ্ধতা ।সে যা দেখায় তা কিন্তু দূরত্ব যত কমতে থাকে ব্যক্তি হিসেবে তার মাঝে ভিন্ন কিছুকে আমরা আবিষ্কার করি। এটা তার সমস্যা নয় যে, সে ব্যক্তি হিসেবে এমন। এটা আমাদের ব্যর্থতা যে তার মতো করে আমরা তাকে জার্জ করতে পারিনি। সে সুন্দর করে কথা বলে-তার মানে এই নয়,সে কখনো রাগ করে কথা বলবে না। সে দেখতে সুন্দর-তার মানে এই না তার বদমেজাজী স্বভাব নেই। ব্যক্তি জীবনে মানুষের মাঝে রাগ, অভিমান,ক্ষোভ ইগোর মতো ব্যপার গুলো এক্রিস্ট করে। read more




0 Reviews